দিল্লি, ২০ ফেব্রুয়ারি: দিল্লির (Delhi) নিকি যাদব (Nikki Yadav) খুনের মামলায় এবার বিস্ফোরক তথ্য প্রকাশ করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লি পুলিশের কথায়, সাহিল গেহলটের বাবা বীরেন্দ্রকে আগেও গ্রেফতার করে পুলিশ। খুনের মামলায় অভিযুক্ত সাহিলের বাবা বীরেন্দ্রও। বাবার পর এবার সাহিল গেহলটকেও পুলিশ গ্রেফতার করে লিভ ইন পার্টিনার নিকি যাদবের খুনের অভিযোগে।
আরও পড়ুন: Nikki Yadav Murder: লিভ ইন সম্পর্কে নিরাপদ নয় মেয়েরা, মত জাতীয় মহিলা কমিশনের
নিকি যাদব (Nikki Yadav) খুনে শুক্রবার পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। লিভ ইন সম্পর্কে মেয়েরা একেরবারেই নিরাপদ নন। এমনই মন্তব্য করেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তিনি বলেন, পরিবারও সমানভাবে দায়ি এই ধরনের ঘটনায়। মেয়েদের যদি নিজেদের সঙ্গী পছন্দের অনুমতি দিত পরিবার, তাহলে এই ধরনের ঘটনা কমানো যেত বলে মন্তব্য করেন রেখা শর্মা।
পাশাপাশি রেখা শর্মা আরও জানান, পুলিশের কাছে নিকি যাদব খুনের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপযুক্ত সমস্ত পদক্ষেপ করা হবে বলেও জানান জাতীয় মহিলা কমিশনের প্রধান।
প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি লিভ ইন পার্টনার সাহিল গেহলটের (Sahil Gehlot) হাতে খুন হন তার ৪ বছরের সঙ্গী নিকি যাদব।