Covid-19: রবিবার সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে তামিলনাড়ু, নাইট কার্ফু কাল থেকে
Lockdown (Photo Credits: Twiiter)

চেন্নাই, ৫ জানুয়ারি: দেশের বেশিরভাগ রাজ্যেই করোনা সংক্রমণের হার আচমকা বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ (West Bengal), মহারাষ্ট্র (Maharastra), দিল্লি (Delhi)-তে করোনা (Corona Virus) সংক্রমণের হার মারাত্মক। তবু কোনও রাজ্য এখনও লকডাউনে যায়নি। সেটাই করল দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু (Tamil Nadu)। রবিবার, ৯ জানুয়ারি তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল। সেদিন তামিলনাডু়তে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। রবিবার তামিলনাড়ুতে কোনও বাস-মেট্রো বা গণ পরিবহন চলবে না। সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্ট্যালিনের সরকার।

রবিবার লকডাউনের পাশাপাশি তামিলনাড়ু জুড়ে জারি হল কড়া কোভিড বিধি। যেখানে সিনেমা হল, শপিং মলে ৫০ শতাংশ খালি রাখার নিয়ম জারি হল। বিয়েবাড়ি সহ সামাজিক অনুষ্ঠানে সর্বাধিক ১০০ জনের বেশি ডাকা যাবে না, এমন নিয়মও চলে গিয়েছে। শুক্রক, শনি ও রবিবার শপিং মল, রেস্তোরাঁ সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুতে নাইট কার্ফু শুরু হচ্ছে। আরও পড়ুন: মুম্বইয়ে করোনায় দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়াল, ২০ হাজার ছাড়ালে লকডাউন

তামিলনাড়ুতে ৫৮ শতাংশ করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ২ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র বা দিল্লির চেয়ে তুলনায় অনেক কম হলেও সেখানকার প্রশাসন লকডাউনের পথে গেল।