Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের (Delhi Blast Case) ঘটনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিযোগে গ্রেফতার হচ্ছে একাধিক ডাক্তারি পড়ুয়া কিংবা চিকিৎসকেরা। এবার এই মামলায় সরাসরি যোগসূত্র মিলল বাংলায়। শনিবার উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার হল নিশার আলম নামে এক যুবক। হরিয়ানার আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র নিশার আলমকে সূর্যাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ।

নিশারের আদি বাড়ি লুধিয়ানাতে

নিশারের আদি বাড়ি লুধিয়ানাতে হলেও তাঁর পৈতৃক ভিটে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামে। বাবা তৌহিদ আলম কর্মসূত্রে বেশ কয়েকবছর আগেই লুধিয়ানাতে পাড়ি দিয়েছিলেন। তারপর থেকেই সেখানে বড় হয়েছে নিশার। সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা-বোনকে নিয়ে কোনাল গ্রামে এসেছিল সে। লুধিয়ানায় নিশারের বাবাকে জিজ্ঞাসাবাদ করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ অভিযান চালিয়ে এই ডাক্তারি পড়ুয়াকে জালে তোলে।

নিশার আলমের গ্রেফতারি নিয়ে মন্তব্য অগ্নিমিত্রার

এই গ্রেফতারির পরই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে কড়া সমালোচনা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তীব্র আক্রমণ করে বলেন, ভারতে যত জঙ্গি কার্যকলাপ হয়, তার যোগসূত্র বারবার বাংলায় পাওয়া যায়। মুর্শিদাবাদের পর এবার উত্তরবঙ্গ থেকেও একজন মেডিকেল ছাত্রের গ্রেফতারি সেই দিকেই ইঙ্গিত করছে। এই ঘটনায় বাংলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।