
কলকাতাঃ নাবালিকাকে (Minor Girl) ধর্ষণ করে খুনের (Murder) অভিযোগ প্রতিবেশী যুবকের। জানাজানি হতেই অভিযুক্তকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার(Bankura) পাত্রসায়র থানার অন্তর্গত জামকুড়ি পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির বাইরে বের হয় ওই নাবালিকা। সেই সময় তাকে প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত লালুপ্রসাদ লোহার। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে লালুপ্রসাদ। পাশবিক অত্যাচারের পর ৮ বছরের কিশোরীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে সে। এরপর দেহ লোপাটের জন্য গর্ত খুঁড়ছিল অভিযুক্ত। সেই সময়ই তাকে দেখে ফেলে গ্রামবাসীরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা জানাজানি হয়।
ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি, মৃত্যু যুবকের
এরপরই অভিযুক্তের উপর চড়াও হয় গ্রামবাসীরা। স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাত্রসায়র থানার বিশাল পুলিশ। নাবালিকা ও যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িয়েছে বিজেপির নাম। স্থানীয়দের দাবি, ধর্ষণে অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী। ২০১১ সালে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনের ময়দানেও লড়েছে অভিযুক্ত।
৮ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে পিটিয়ে মারল গ্রামবাসীরা
West Bengal Shocker: Youth Lynched by Local People in Bankura for Rape and Murder of 8-Years Old Girl#WestBengal #CrimeNews #Murder
— LatestLY (@latestly) June 18, 2025
Read: https://t.co/8uAbjnhV4C
— LatestLY (@latestly) June 18, 2025