অফিস টাইমে ভরা মেট্রোর মধ্যে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালে দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রোতে এই ঘটনায় কার্যত হুলুস্থুলু কাণ্ড হয়ে যায়। অভিযুক্ত যুবককে মারধর করে শ্যামবাজার স্টেশনে (Shyambazar Station) নামিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন কয়েকজন সহযাত্রী। যদিও এই ঘটনার পর অভিযুক্ত যুবকও মুখে কুলুপ এঁটেছেন।
ইচ্ছাকৃতভাবে যুবতীকে স্পর্শ করার চেষ্টা করে যুবক
জানা যাচ্ছে, এদিন সকালে মেট্রোটি সবে বেলগাছিয়া স্টেশন ছেড়ে শ্যামবাজারের দিকে যাচ্ছিল। সেই সময় এক যুূবক ভিড়ের মধ্যে ওই মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা করছিল। প্রথমে মহিলা ভাবেন যে ভিড়ের কারণে কিছু সমস্যা হতে পারে। পরে এই ঘটনা ঘনঘন হতে থাকে। তখনই যুবকের উদ্দেশ্য বুঝতে পারে। এরপর রাগের মাথায় তরুণী চিৎকার করে বলেন, কী করছেন আপনি? ভিড়ের সুযোগ নিচ্ছেন? এরপরেই সে সজোরে যুবকের গালে একটা থাপ্পড় মারে। তারপর সহযাত্রীদের ঘটনাটি জানায়।
প্রতিবাদী সহযাত্রীরা
সহযাত্রীরা এই কাণ্ড দেখে যুবকের ওপর চড়াও হয়। তাঁরাও যুবককে মারধর করে। এরপর শ্যামবাজার স্টেশন আসলে তাঁকে ধাক্কা মেরে প্লাটফর্মে নামিয়ে দেওয়া হয়। সহযাত্রীদের মধ্যে কয়েকজন যুবকের কীর্তি লক্ষ্য করেছে বলেও দাবি করেন।