হায়দ্রাবাদ, ২০ ডিসেম্বরঃ বাবার সামনে থেকেই মেয়েকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল একদল দুষ্কৃতী। তেলাঙ্গানার (Telangana Shocker) মুডপল্লে গ্রামের ঘটনায় চাঞ্চল্য। ১৮ বছরের যুবতী মেয়েকে অপহরণ করে নিয়ে গেল কিছু দুষ্কৃতী মিলে। তবে অপহরণের গোটা মুহূর্ত রাস্তায় লাগানো সিসিটিভ ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুখে কাপড় বেধে একদল দুষ্কৃতী গাড়ি থেকে নামে। এরপর টানতে টানতে মেয়েটিকে গাড়িতে তোলে তারা। ছুটে আসেন বাবা। কিন্তু কিছু করার আগেই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দেখুনঃ
Unidentified men kidnapped an 18-year-old girl in #Telangana's Rajanna Sircilla district and a video of the incident captured on CCTV has gone viral on social media.
The incident occurred in Moodepalle village of Chandurthi mandal. pic.twitter.com/v1JDrgO68l
— IANS (@ians_india) December 20, 2022
কিছুক্ষনের মধ্যেই মেয়েটির বাবা মোটরবাইক বের করে ওই গাড়ির পিছনে ধাওয়া করেন। কিন্তু লাভ হয়নি। শেষে থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। পুলিশ তাঁকে আশ্বস্ত করেছেন, একটি বিশেষ দল গঠন করে তাঁর মেয়েকে উদ্ধার করবেন। তবে ঘটনায় গ্রামের এক যুবকে সন্দেহ করছেন মেয়ের পরিবার।
গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, এক বছর আগে মেয়েটিকে গিয়ে পালিয়ে গিয়েছিল ওই যুবক। কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা হওয়ায় ছেলেটির বিরুদ্ধে পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে নাকি তাঁরা আর একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি। মেয়েটির অন্যত্র বিয়েও ঠিক করে দেয় তাঁর পরিবার। সেই কারণেই দুষ্কৃতী সেজে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছে ওই যুবক, এমনই মনে করছেন গ্রামবাসীরা।