Photo wikipedia

বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতায় জ্যাভলিন থ্রোয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন ওড়িশার ছেলে কিশোর জেনা। তাই এবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের তরফে তাঁকে ২৫ লক্ষ টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করা হল। হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত জ্যাভিন থ্রোয়ে পঞ্চম স্থান দখল করেন তিনি। তার জ্যাভলিন থ্রোয়ের দুরত্ব ছিল ৮৪.৭৭ মিটার। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে জেনা জানিয়েছেন, জেনার অংশগ্রহন ওড়িশার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে জানিয়েছেন।

এবিষয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক জানান," কিশোর জেনার স্মরণীয় যাত্রা এবং বুদাপেস্টে অসামান্য পারফর্মান্স শুধুমাত্র রাজ্যা বা দেশের জন্য গৌরব নিয়ে আসেনি, এছাড়া বহু অ্যাথলিটকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরনা যোগাতে সাহায্য করেছে।  "

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ সারা বিশ্বের সেরা অ্যাথলিটদের পারফর্মান্সের স্থান।কিশোর জেনার এই অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন শুধুমাত্র তাঁর নিজের সাফল্যকেই তুলে ধরেনি এর পাশাপাশি ওড়িশারও যে বিশ্বকে উন্নতমানের অ্যাথলিট দেওয়ার ক্ষমতা রয়েছে সেবিষয়টিও প্রদর্শিত হল বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতায়।