Women workers of Telangana BJP celebrate (Photo Credit: ANI)

নয়াদিল্লি: লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। লোকসভায় (Lok Sabha) মহিলা সংরক্ষণ বিল পেশ (Women's Reservation Bill) করার পর বিজেপির মহিলা কর্মীরা উদযাপনে মেতেছেন৷ এই বিল পাশ হলে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে।

দেখুন 

এই বিলটি  সংসদে প্রথম পেশ হয় ১৯৯৬ সালে  ১২ সেপ্টেম্বর। বিলটিতে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখার বিধান রয়েছে। পরিসংখ্যান অনুসারে, বর্তমানে লোকসভায় ৭৮ জন মহিলা সাংসদ রয়েছেন।