Dog sleeps peacefully inside Taj Mahal Hotel (Photo Credit: X)

মুম্বই: প্রাণীদের প্রতি রতন টাটার (Ratan Tata) ভালোবাসা দেখে মুগ্ধ সকলে। মুম্বইয়ের আইকনিক তাজমহল হোটেলে (Taj Mahal Hotel) একটি পথকুকুরকে (Stray Dog) ঘুমাতে দেখে অবাক হন রুবি খান নামের এইচআর। এরকম স্থানে কুকুরটিকে শুয়ে থাকার বিষয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞসাবাদে তিনি জানতে পারেন কুকুরটি জন্মের পর থেকেই সেখানে থাকছে। রতন টাটার কঠোর নির্দেশ রয়েছে এই প্রাণীগুলি যদি হোটেলে প্রবেশ করে তবে তাদের সঙ্গে ভাল আচরণ করতে হবে।

আরও পড়ুন : Delhi Water Crisis: তীব্র গরমে দিল্লিতে জলের আকাল, ৫২ ডিগ্রির রাজধানী শহরে জল নষ্ট করলেই ২ হাজারের জরিমানা

রুবি খান তাঁর লিঙ্কডইন পোস্টে লিখেছেন, ‘কৌতূহল হয়ে আমি হোটেল কর্মীদের কাছে কুকুরটি সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে কুকুরটি জন্ম থেকেই হোটেলেই বেড়ে উঠছে। এই প্রাণীগুলি হোটেলে প্রবেশ করলে তাঁদের সঙ্গে ভাল আচরণ করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন রতন টাটা।