নয়াদিল্লিঃ অকালে মারা (Death) গিয়েছে দিদি(Sister)। আর দিদির অবর্তমানে তাঁর সন্তানের দায়িত্ব একাই নিজের হাতে তুলে নিয়েছিলেন তরুণী। দিদির শশুরবাড়িতেই থাকতে শুরু করেন তিনি। তবে অজান্তেই কখন যে দিদির স্বামী অর্থাৎ জামাইবাবু কেই ভালবেসে ফেলেছেন তা বোঝেননি। বর্তমানে সম্পর্কের মোড় বদললেছে। শ্যালিকার প্রেমে পড়ে তাঁকে বিয়ে করে স্ত্রীয়ের মর্যাদা দিয়েছেন জামাইবাবু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের প্রেমকাহিনী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের জামুইতে। দম্পতির নাম রাহুল ও তন্নু। প্রয়াত দিদির সন্তানের দেখভাল করতে গিয়েই এই ঘটনা ঘটে। ধীরে ধীরে জামাইবাবু ও শ্যালিকার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুই পরিবারের সম্মতিতে গ্রামের মন্দিরে তাঁদের বিয়ে হয়। স্থানীয় গিধেশ্বর মন্দিরে গিয়ে বিয়ে হয় তাঁদের।
স্থানীয় সূত্রে খবর, তন্নুর দিদির নাম নীলম। নীলমের বিয়ে হয়েছিল ক্ষ্মীসরাই জেলার বাতাসপুরের বাসিন্দা রাহুলের সঙ্গে। প্রথমে সব ঠিকঠাক চললেও ই মেয়ের বয়স যখন দেড় বছর, তখন মৃত্যু হয় নীলমের। দিদির মৃত্যুর পর বোনঝিকে দেখভালের দায়িত্ব নিয়ে নেন তিনি। প্রথমে তাঁদের সম্পর্ক কেউ মেনে না নিলেও পরে রাজি হয় দুই পরিবার।