নয়াদিল্লিঃ সিঙারা (Samosa) নিয়ে বচসা। বিবাদের জেরে খুন হতে হল ৬৫ বছরের কৃষককে। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভোজপুর জেলার কৌলোডিহাড়ি গ্রামে। মৃতের নাম চন্দ্রমা যাদব। ধারালো অস্ত্রে কোপে মৃত্যু হয় তাঁর।
ঠিক কী ঘটেছিল সেদিন? স্থানীয় সূত্রে খবর, রবিবার সিঙাড়া কিনতে দোকানে গিয়েছিল এক শিশু। সেখানেই অন্য আর এক শিশুর সঙ্গে বচস হয় তার। অভিযোগ, শিশুটির হাত থেকে সিঙাড়া কেড়ে নেওয়া হয়। এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। বাচ্চাদের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন চন্দ্রমা যাদব নামে ওই ব্যক্তি। এরপরই স্থানীয় কিছু লোকের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। অভিযোগ, বচসা চরমে পৌঁছলে তরোয়াল নিয়ে চন্দ্রমার উপর চড়াও হন এক মহিলা। বৃদ্ধের মাথার সজোরে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চন্দ্রমা। ভর্তি করা হয় পাটনার একটি হাসপাতালে। সোমবার সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সিঙাড়া নিয়ে বচসা, মধ্যস্থতা করতে গিয়ে খুন বৃদ্ধ
സംസാരം തര്ക്കത്തിലേക്ക് നീങ്ങുകയും ഒരു സ്ത്രീ വാളെടുത്ത് വൃദ്ധന്റെ തലയില്.... #Bihar #samosa https://t.co/dBPHtx1wnX
— Manorama News (@manoramanews) October 22, 2025