নয়াদিল্লিঃ বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক। সম্পত্তির (Property) লোভে বাড়িওয়ালা প্রেমিককে (Boyfriend) আগুনে পুড়িয়ে মারল মহিলা। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) ভুবেনেশ্বরে। অভিযুক্ত মহিলার নাম সুদেষ্ণা জানা। বয়স ৫৭। কিছু বছর আগে স্বামী মারা গিয়েছেন তাঁর। এই বাড়িতে শেষ পাঁচ বছর ধরে থাকত সুদেষ্ণা। বাড়িওয়ালার হরিহর সাউয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার। হরিহর অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। আরও পড়ুনঃ দলিত শিশুকে ধর্ষণ, হাসপাতালে বেড না পেয়ে মৃত্যু নির্যাতিতার
সম্পত্তির লোভে প্রেমিককে পুড়িয়ে মারল মহিলা
সোমবার সকালে তাঁর ঘর থেকে উদ্ধার হয় জ্বলন্ত দেহ। বেরহারমপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরই সুদেষ্ণাকে জেরা করা শুরু করে পুলিশ। পুলিশি জেরায় সুদেষ্ণা জানায়, সম্পত্তির লোভে হরিহরকে খুন করেছে সে। এদিন সকালে যখন নিজের ঘরে ঘুমচ্ছিলেন হরিহর নামে ওই ব্যক্তি তখন তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় সে। এরপর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই খুনের দায়ে সুদেষ্ণা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পত্তির লোভে বাড়িওয়ালা প্রেমিককে পুড়িয়ে মারল মহিলা
Woman, In Relationship With Landlord, Sets Him On Fire, Wanted His Property https://t.co/dv5VCNBGP1 pic.twitter.com/tauPfOXKb5
— NDTV (@ndtv) June 2, 2025