প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দলিত (Dalit Girl)শিশুকন্যাকে ধর্ষণ। প্রমাণ লোপাট করতে গলা কেটে খুনের (Murder) চেষ্টা। হাসপাতালে (Hospital) নিয়ে গেলে পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও বেড জোটেনি নির্যাতিতার। মৃত্যু নির্যাতিতা শিশুর। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে। অভিযোগ, শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে রোহিত সাহানি নামে এক ব্যক্তি। এরপর ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে শিশুটিকে খুন করার চেষ্টা করে সে।

বিহারে ফের ধর্ষণের শিকার শিশুকন্যা

এই ঘটনা ঘটার সময় ঘুমচ্ছিলেন শিশুর মা। ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। প্রতিবেশীরা জানায়, শিশুটিকে শেষ রোহিতে সাইকেলে চেপে যেতে দেখা গিয়েছে। এরপর রোহিত সাহানিকে চেপে ধরতেই ঘটনার কথা স্বীকার করে সে। গ্রামের একটি নির্জন জায়গা থেকে উদ্ধার হয় শিশুকন্যাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেড না মেলায় চিকিৎসা শুরু হতে দেরি হয়। হাসপাতালেই মৃত্যু হয় শিশুর। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার। অন্যদিকে অভিযুক্ত রোহিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দলিত শিশুকে ধর্ষণ, হাসপাতালে বেড না পেয়ে মৃত্যু নির্যাতিতার