Representational Image (Photo Credits: Pixabay)

উজ্জয়িনী: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মর্মান্তিক ঘটনা। কৃষি জমিতে খেলতে খেলতে ৫ ও ৩ বছর বয়সী দুই বোন ভুল করে কীটনাশক (Pesticides) খেয়ে ফেলে। এই ঘটনায় হতভম্ব ও শোকাহত হয়ে তাদের মাও বিষ পান করেন। তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি শিশুদের, তারা বিষক্রিয়ায় মারা যায়। তাদের মা পূজা বানজারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আরও পড়ুন: Delhi: টানা ১৫ দিন ধরে বিলাসবহুল হোটেলে বাস, টাকা চাইলেই পালানোর চেষ্টা, দিল্লিতে গ্রেফতার মহিলা

উজ্জয়িনী জেলার এসপি শচীন শর্মা জানিয়েছেন, পূজা কাজের জন্য তাঁর মেয়েদের কিছুক্ষণের জন্য তাদের একা ছেড়ে দিয়েছিলেন। ফিরে আসার পর তিনি দেখতে পান দুজনেই বমি করছে এবং তাদের কাছাকাছি একটি কীটনাশকের পাত্র পড়ে রয়েছে। পূজা তখন শোকাহত হয়ে  নিজেও বিষ পান করেন। পরিবারের সদস্যরা তিনজনকেই নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সবচেয়ে ছোট শিশু মুসকান মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়, রাতে তার বড় বোন পুনম মারা যায়। পূজাকে বাঁচানোর চেষ্টা চলছে। শিশুদের ময়নাতদন্তের পর দেহ তাদের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।