উত্তরপ্রদেশ: গত ৩৫ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাসের (Illegally Living in India) অভিযোগে গ্রেফতার (Arrested) বাংলাদেশি মহিলা। উত্তরপ্রদেশের বেরিলিতে (Bareilly) বসবাসকারী মহিলার বাংলাদেশ যাওয়ার পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় বিষয়টি সামনে আসে। ৫৫ বছর বয়সী অনিতা দেবী এবং ৬০ বছর বয়সী মঙ্গল সেন তিন দশকেরও বেশি সময় ধরে সুখী বিবাহিত জীবন যাপন করছেন, তাঁদের পাঁচটি সন্তান রয়েছে। গত মাসে, অনিতা তাঁর অসুস্থ মাকে দেখতে তাঁর বাংলাদেশের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
দেওরানিয়া থানার সাব-ইন্সপেক্টর জানান, আমরা যখন মহিলার আবেদনপত্রে উল্লেখিত বিবরণ ক্রস চেক করি তখন তাঁর জাতীয়তা নিয়ে সন্দেহ হয়। মহিলা তাঁর জন্মস্থান বাংলাদেশের যশোর জেলার সহরসা থানার অন্তর্গত নারাইনপুর নাজরান বলে উল্লেখ করেছিলেন। অনিতা দেবীর আসল নাম অনিতা দাস, প্রয়াত কেশব দাসের মেয়ে। তিনি আরও জানান, পুলিশ আবেদনটি তদন্ত করতে গ্রামে পৌঁছালে জানা যায় ওই মহিলা একজন বাংলাদেশি, তিনি অবৈধভাবে ভারতে গত ৩৫ বছর বসবাস করছেন। এরপর আইন লঙ্ঘনের দায়ে মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: Muslim Girls Are Forced Into Marriage With Hindus: মুসলিম মেয়েদের জোর করে হিন্দুদের সঙ্গে বিয়ে দিচ্ছে সিপিএম! অভিযোগ সুন্নি যুব সংগঠনের
সূত্রে খবর, অনিতা দেবীর বয়স যখন ২০ বছর তখন তিনি গৃহকর্মীর কাজ করতে বাংলাদেশ থেকে ভারতে আসেন। ভারতে শ্রমিক নিয়ে আসা এক ব্যক্তি তাঁকে সীমান্তের এপারে নিয়ে আসে। তিনি বেরেলিতে কাজ করার সময় উদয়পুরের মঙ্গল সেনের প্রেমে পড়েন। এরপর দুজনেই বিয়ে করেন। দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। উদয়পুর গ্রামের এক স্থানীয় বাসিন্দা জানান, অনিতা একজন সাধারণ মহিলা এবং বহু বছর ধরে এখানে বসবাস করছিলেন।