নয়াদিল্লিঃ জানার কোনও শেষ আছে কি? আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যা আমাদের জ্ঞানের (Knowledge) পরিধির বাইরে। অনেক সময় এই ছোট ছোট সহজ জিনিসের উত্তর না জানার জন্য সমস্যায় পড়তে হয়। পিছিয়ে পড়তে হয় কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (Competitive Exam)। তেমনই এক সহজ প্রশ্ন হল জানেন কি ভারতের কোন শহরে কোনও ট্রাফিক সিগন্যাল নেই? ৯৯ শতাংশ মানুষই হয়তো এর উত্তর দিতে হিমশিম খাবেন।
ভারতের সিগন্যাল মুক্ত শহর কী? জেনে নিন বিস্তারিত
উত্তরটা হল রাজস্থানের কোটা। ভুটানের রাজধানী থিম্পুর পর কোটাতেই একমাত্র রাস্তায় দেখা যায় না সিগন্যাল। কয়েকবছর আগে কোটায় ব্যাপক যানজটের সৃষ্টি হত। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাস্তাগুলো প্রশস্ত করার সিদ্ধান্ত নেয় কোটা ইউআইটি। তৈরি করা হয় ছোট ডাইভারশন। আর এই রুটগুলিকে এমনভাবে বানানো হয় যাতে ট্রাফিক লাইটের কোনও প্রয়োজন হয় না। সিগন্যাল না থাকায় বর্তমানে কোটায় যানজট দেখা যায় না বললেই চলে। যাতায়াতের সময়ও বেঁচেছে অনেক। প্রসঙ্গত, ভারতের ট্রাফিক আইন অনুযায়ী রাস্তায় তিন ধরনের সিগন্যাল থাকে। হলুদ, লাল ও সবুজ। লাল রঙের সিগন্যালের অর্থ গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। হ্লুদের অর্থ সতর্কতা জারি আর সবুজ হল গাড়ি চালানোর নির্দেশ পাওয়া। তবে শুরুতে লাল ও সবুজ এই দুই সিগন্যালের ব্যবহারই একমাত্র ছিল।১৯২১ সালে উইলিয়াম পট তিন রঙের সং কেত নিয়ে আসার পর হলুদ রঙের ব্যবহার শুরু হয়।
জানেন কি দেশের কোন শহরের রাস্তায় ট্রাফিক সিগন্যাল নেই?
Read: https://t.co/SWmQqMzuE1
— LatestLY (@latestly) May 1, 2025