সানফ্রান্সিসকো: হোয়াটসঅ্যাপে (WhatsApp) ভিডিয়ো কলের (video calls) জন্য এবার নতুন ফিচার নিয়ে আসছে মার্ক জুকেরবার্গের (Mark Zuckerberg) নিয়ন্ত্রণাধীন (controlled) সংস্থা মেটা (Meta)।
রবিবার সংবাদসংস্থা আইএএনএস (IANS) সূত্রে জানা গেছে, মেটার (Meta) নিয়ন্ত্রণাধীন মেসেজিং প্ল্যাটফর্ম (owned messaging platform) হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইওএস বেটাতে (iOS beta) ভিডিয়ো কলগুলির জন্য পিকচার ইন পিকচার মুড (picture-in-picture mode) চালু করতে চলেছে। এর ফলে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ভিডিয়ো কলের সময় করতে পারবেন ফোনে করতে পারবেন অন্য কাজও।
বর্তমানে আইওএস ১৬.১- (iOS 16.1)এর ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। পরে আইওএস ১৬- (iOS 16) এর আপটেড ফিচারে এই সুবিধা মিলবে। আগামী দিনে আরও ব্যবহারকারীদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সংস্থার তরফে।
#Meta-owned messaging platform #WhatsApp has started to roll out picture-in-picture mode for the video calls on iOS beta.@WhatsApp pic.twitter.com/EVGyOzha8P
— IANS (@ians_india) December 4, 2022