লালুর নাতিকে দেখতে হাসপাতালে মমতা (ছবিঃX)

কলকাতাঃ  দ্বিতীয়বার বাবা (Father) হওয়ার স্বাদ পেলেন বিহারের লালু প্রসাস যাদবের পুত্র তেজস্বী যাদব (Tejaswi Yadav)। মঙ্গলবার সকালে তেজস্বী ও তাঁর স্ত্রী রাজশ্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে একটি পুত্রসন্তান। খুশির বাঁধ ভেঙ্গেছে যাদব পরিবারে। এদিন সকালে কলকাতার একটি নাম করা বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তেজস্বীর পুত্র। আর এবার লালু প্রসাদের নাতিকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা ও সদ্যজাতকে দেখে বেড়িয়ে সংবাদমাধ্যমের সামনে মমতা বলেন, "আমি খুব খুশি হয়েছি। ওরা সুস্থ ও ভাল থাকুক। বাচ্চা দেখতে খুব সুন্দর হয়েছে। মায়ের মতোই দেখতে আর কী। বিগত ৯ মাস ধরে তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। সবটাই আমি জানতাম। আর আজ দ্বিতীয় সন্তানের খবর সর্বপ্রথম আমায় দেয় যাদব পরিবার।" আরও পড়ুনঃ দাদু হলেন লালু প্রসাদ, কলকাতায় জন্ম নিল তেজস্বীর দ্বিতীয় সন্তান

তেজস্বী পুত্রকে দেখতে হাসপাতালে গেলেন মমতা

অন্যদিকে দাদু হওয়ার খবর পেয়েই সস্ত্রীক কলকাতায় এসে হাজির লালু। আর এদিন হাসপাতালে লালুপ্রসাদের সঙ্গে দেখা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তেজস্বী ও রাজশ্রী। ২০২৩ সালে প্রথম বাবা-মা হন। সেই বছর নবরাত্রি চলাকালীন কন্যা সন্তানের জন্ম দেন রাজ্যশ্রী। তাঁদের কন্যার নাম কাত্যায়নী। এবার ছোট্ট কাত্যায়নী বড় দিদি হল। ছেলে হওয়ার খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সুপ্রভাত। অবশেষে অপেক্ষার অবসান। ছেলে হয়েছে। আমরা অত্যন্ত খুশি। জয় হনুমান।"

 লালুর নাতিকে দেখতে হাসপাতালে মমতা