গতকাল (৩ অগস্ট, রবিবার) ছুটির দিনে আকাশ পরিষ্কার করে রোদ উঠতেই খুশি হয়েছিল বঙ্গবাসী। তবে হালকা থেকে মাঝারী বৃষ্টিও হতে দেখা গেছে কলকাতা সহ জেলাগুলিতে। বৃষ্টি হলেও কাটেনি গরম। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সোমবার এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্ত টি কিছুটা সরে গিয়ে এখন উত্তর পশ্চিম বিহার এবং উত্তর পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ক্যানিং এবং বাঁকুড়া হয়ে ছাপরা, লখনউ, শাজাহানপুর ছড়িয়ে পশ্চিমে বিস্তৃত রয়েছে। এই দুই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন এর ফলে উত্তর বঙ্গে আগামীকাল পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টি এবং তারপর থেকে অন্তত ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সাংবাদিকদের তিনি বলেন তিনি বলেন, আগামী ৭ আগস্ট পর্যন্ত চারটি জেলাতে (নদীয়া, দুই ২৪ পরগণার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গের ফালাকাটা, কুমারগ্রাম, দোমোহিনী এবং ময়নাগুড়ি কলেজ এলাকায় ১৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর ধ্বস প্রবন এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, দক্ষিণ বঙ্গে আজ বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভোররাত থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হচ্ছে না কোথাও। তাই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া মনোরমের পরিবর্তে আবহাওয়া হয়ে উঠছে ঘর্মাক্ত ও অস্বস্তিকর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।