নয়াদিল্লিঃ মেঘের (Cloud) মধ্যে বৃষ্টির বীজ বুনেও লাভ হয়নি। দিল্লিতে ব্যর্থ হয়েছে কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং-এর চেষ্টা। বৃহস্পতি সকালে আরও কয়েকগুণ বাড়ল দিল্লির দূষণের (Delhi AQI) মাত্রা। এদিন সকালে ফের ঘন কুয়াশায় ঢাকল গোটা রাজধানী। বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ গুণগত মান পৌঁছল ৩১৯-এ। যার অর্থ 'অতি খারাপ।'
দীপাবলি উদযাপনের পরই দিল্লির আকাশে ঢেকেছিল দূষণে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ছাড়িয়েছিল ৩০০। এই ভয়াবহ দূষণ মোকাবিলায় প্রযুক্তির উপর ভরসা রেখেছিল দিল্লি সরকার। আইআইটি কানপুরের সহায়তায় দিল্লিতে 'ক্লাউড সিডিং'-এর ব্যবস্থা করা হয়। আশা করা হয়েছিল, কৃত্রিম বৃষ্টিতে ধুয়েমুছে যাবে বায়ুদূষণ। সেই মতোই মঙ্গলবার দিল্লিত আকাশে ওড়ানো হয় দু’টি বিমান। সেই বিমান থেকে ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ ও রক সল্ট ছড়িয়ে দেওয়া হয় মেঘের উপর। কিন্তু ব্যর্থ হয়েছে সে চেষ্টা। মেঘে যথেষ্ট আর্দ্রতা না থাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়। তবে এরপর বিজেপি সরকার দাবি করতে থাকে ক্লাউড সিডিংয়ের পরে বায়ুর গুণমানের কিছুটা উন্নতি হয়েছে।কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স।
দিল্লির দূষণ কমাতে ব্যর্থ 'কৃত্রিম বৃষ্টি', বৃহস্পতি সকালে আরও খারাপ হল বাতাসের গুণগত মান
#WATCH | Delhi | Visuals from India Gate as AQI touches 319 in the 'very poor' category in the area according to CPCB. pic.twitter.com/WKEOzAQJZJ
— ANI (@ANI) October 30, 2025