আগ্রা: আচমকা চলন্ত বাসে (Running bus) আগুন (fire) লাগার জেরে চরম সমস্যায় পড়লেন জয়পুর (Jaipur) থেকে নেপালগামী (Nepal) যাত্রীরা। বাস থেকে লাফিয়ে নিজেদের প্রাণ বাঁচালেও পুড়ে গেল তাঁদের সঙ্গে থাকা সবকিছু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়া (Etawah) জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই একটি বাস জয়পুর থেকে নেপাল যাচ্ছিল। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার থানা আসরাহার এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের (Agra-Lucknow Expressway) ১৩১ চ্যানেলের কাছে আচমকা বাসটিতে আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীরা লাফিয়ে নেমে নিজেদের প্রাণ বাঁচালেও তাঁদের সঙ্গে থাকা কোনও জিনিসই বাস থেকে নামাতে পারেননি। বাসটি ভস্মীভূত হয়ে গেলে সেই জিনিসগুলি পুড়ে ছাই হয়ে যায়।