Uttar Pradesh Road Accident (Photo Credits: Twitter)

বান্দা, ৩০ জুনঃ ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির জোর সংঘর্ষ। পার্কিংয়ে দাঁড়ানো ট্রাককে এসে সজোরে ধাক্কা মারে অতি দ্রুতগামী বোলেরো। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার বাবেরু কোটওয়ালি গ্রামের কামাসিন রোডে (Uttar Pradesh Road Accident)। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চম্পট দিয়েছে চালক।

আরও পড়ুনঃ চারপাশে ১৪ লক্ষ টাকা বিছিয়ে নিজস্বী, ফাঁপরে পুলিশ কর্মী, তদন্তের নির্দেশ

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, ৮ জন যাত্রী নিয়ে ওই বোলেরো গাড়িটি যাত্রা করছিল। অতি দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে বোলেরোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হেলথ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ১ জনের। বাকি দুজনের অবস্থা এখনও সংকটজনক। হেলথ সেন্টার থেকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।

দুর্ঘটনাস্থল... 

কামাসিন রোডে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন অন্যান্য পথচারীরা। পুলিশ এসে উদ্ধার করেন মৃতদের এবং আহতদের।