ফারুকাবাদ, ৫ জুনঃ অবাক করা কাণ্ড। মুখ দিয়ে চিবিয়ে আস্ত সাপ মেরে ফেলল এক তিন বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফারুকাবাদ জেলার মদনাপুর গ্রামে। খুদে এক সাপকে মুখে পুড়ে চিবিয়ে মারল ওই শিশু। দৃশ্য দেখে শিহরিত বাবা-মা। মরা সাপটিকে প্লাস্তিকের মধ্যে ভোরে ছেলেকে নিয়ে হাসপাতাল ছুটলেন তাঁরা।
আরও পড়ুনঃ হায়দরাবাদে পথ কুকুরের আতঙ্ক, বাড়ির বাইরে খেলতে গিয়ে কুকুরের কামড় খেল ১০ বছরের শিশু(দেখুন ভিডিও)
জানা গিয়েছে ওই শিশুটির নাম আয়ুশ। বাড়ির উঠোনে আপনমনে খেলা করছিল সে। আচমকা নাতির চিৎকার শুনতে পান দিদা। ঘর থেকে ছুটে বেরিয়ে এসে তিনি দেখেন আয়ুশের মুখ থেকে একটি খুদে সাপ ঝুলছে। তড়িঘড়ি মুখ থেকে সেই সাপ বের করে তার বাবা-মে খবর দেন বৃদ্ধা। বাবা-মা সময় নষ্ট না করে ছেলেকে নিয়ে জেলা হাসাপাতাল ছোটেন। সঙ্গে নিয়ে যান ওই মরা সাপটিও। যাতে ছেলের চিকিৎসায় কিছুটা সুবিধা হয় চিকিৎসকদের।
হাসপাতালের চিকিৎসকদের সমস্ত বিষয়টা খুলে বলেন আয়ুশের বাবা এবং মা। এরপরেই চিকিৎসা শুরু হয় তার। যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার পর চিকিৎসকরা জানান ওই সাপ বিষাক্ত কোন প্রজাতির ছিল না। ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিন বছরের ওই শিশুকে।