ঘন কুয়াশায় ঢাকা চারিদিক। রবিবার রাতে আগ্রা-লখনউ হাইওয়েতে বাস দুর্ঘটনা (Uttar Prades Road Accident)। বাস উলটে মৃত ৩। আহত হয়েছেন ১৮ জন। দিল্লির আনন্দ বিহার থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। কিন্তু রবিবার রাতে আগ্রা-লখনউ হাইওয়ে ঘন কুয়াশায় ঢাকা থাকার জেরেই এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বাসটি।
জানা গিয়েছে, মোট ৩০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে উত্তরপ্রদেশ রওনা দিয়েছিল বাসটি। দুর্ঘটনায় (Uttar Prades Road Accident) মৃত্যু হয়েছে ৩ জনের। যাদের মধ্যে একজন ১১ বছরের কিশোর। বাকি দুজনের বয়স ২৫ এবং ৫০। আহত হয়েছেন ১৮ জন। ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরপ্রদেশের বাস দুর্ঘটনায় (Uttar Prades Road Accident) প্রাণনাশের সংবাদে শোক প্রকাশ করেছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এছাড়াও জেলা আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, আহতদের চিকিৎসায় যেন কোন ত্রুটি না থাকে।