নয়াদিল্লিঃ সরকারি দফতরের ফোন বা কম্পিউটারে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ(WhatsApp)। কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল জম্মু কাশ্মীর(Jammu and Kashmir) সরকার। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সমস্ত সরকারি দফতরে পৌঁছে গিয়েছে এই নোটিশ।
জম্মু কাশ্মীরে সম্প্রতি জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, "সরকারি অফিসে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না কর্মীরা। একই সঙ্গে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না পেনড্রাইভ।" শুধু তাই নয়, নির্দেশিকা অমান্য করলে কঠোরতম শাস্তি হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। জম্মু কাশ্মীরের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজুর তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে উপত্যকার সমস্ত সরকারি অফিসে।
কেন এত আঁটসাঁট নিরাপত্তা?
জানা গিয়েছে, 'অপারেশন সিঁদুর' চলাকালীন জম্মু কাশ্মীরে প্রচুর সাইবার হানার ঘটনা ঘটেছে। বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইটে ঢুকে পড়ার চেষ্টা চালায় অপরাধীরা। তাই এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতেই আগাম সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীর সরকার।
অফিসে বসে খোলা যাবে না হোয়াটসঅ্যাপ, সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা
Use Of Pen Drives, WhatsApp Banned In J&K Government Departmentshttps://t.co/OH4JGJW8gG pic.twitter.com/YSWYooEOwZ
— NDTV (@ndtv) August 25, 2025