নয়াদিল্লিঃ হার্ড ডিস্কে (Hard Disk) ১৫ জন মহিলার নগ্ন ছবি। জোর করে তোলা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়া হুমকি। এই ভয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে লিভ-ইন সঙ্গীকে খুন। রামকেশ মিনা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশি জেরায় খুনের বিবরণ দিল অভিযুক্ত প্রেমিকা।
পুলিশকে ধৃত অঙ্কিতা জানায়, লিভ-ইন সঙ্গী রামকেশ মিনা বিকৃত মানসিকতার ছিল। তাঁর হার্ড ডিস্কে একাধিক তরুণীর নগ্ন ছবি থাকত। এমনকী অনুমতি না নিয়েই তার আপত্তিকর ছবিও তুলে রেখেছিলেন তিনি। বারবার বলার পরও তা মুছতে রাজি হননি মিনা। উল্টে সে সব ছবি দেখিয়ে তরুণীকে নানারকমের হুমকি দিত সে। এরপরই তাঁকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে ফেলে প্রেমিকা। নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে বসে সাজানো হয় মার্ডার প্ল্যান। এরপরই মিনাকে খুন করে অমৃতা। ইতিমধ্যেই খুনের দায়ে অমৃতা ও তার প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রেমিকের হার্ড ডিস্ক ভর্তি নগ্ন ছবি, সে সব ছড়িয়ে যাওয়ার ভয়ে লিভ-ইন সঙ্গীকে খুন তরুণীর
दिल्ली में 32 साल के UPSC छात्र के मर्डर केस में रोज नए खुलासे हो रहे हैं। अश्लील वीडियो बनाने के जुर्म में रामकेश मीणा की हत्या करने वाली उसकी लिव इन पार्टनर ने जो हथकंडे अपनाए वो वाकई चौंकाने वाले हैं। अब दिल्ली पुलिस ने एक और नई बात बताते हुए कहा कि मृतक रामकेश के पास उसकी लिव… pic.twitter.com/lFWqChbCOI
— Hindustan (@Live_Hindustan) October 28, 2025