Uttar Pradesh: মহিলাকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন যুবক, তাঁকেই গুলি অভিযুক্ত পুলিশকর্মীর
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আজমগড়, ২ ডিসেম্বর: মহিলাকে যৌন হেনস্তা করছিল এক পুলিশকর্মী। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক যুবক। কীর্তিকলাপ ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরেই অভিযোগকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল ওই পুলিশকর্মী। আহত কিষাণ লালকে বেনারসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোন্ডা জেলায় কর্মরত অভিযুক্ত পুলিশকর্মীর নাম সারভেশ। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh:) কানপুরের কমলাপুর গ্রামে। অভিযোগ মদ্যপ অবস্থায় রাবেশ নামের ওই পুলিশকর্মী এক মহিলাকে যোন হেনস্তা করছিল। তখন সেই ঘটনার প্রতিবাদ করেন কিষাণ লাল। এই দেখেই কিষাণ লালকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সারভেশ। আরও পড়ুন-Coronavirus Cases In India: ৩৬ হাজার ৬০৪ জন করোনা নতুন আক্রান্তের সঙ্গে ভারতের কোভিড রোগীর সংখ্যা প্রায় ৯৫ লাখ

জানা গিয়েছে, নির্যাতিতা বিয়েবাড়িতে যোগ দিতে ওই গ্রামে আসছিলেন। অভিযুক্ত পুলিশকর্মী বন্ধুদের সঙ্গে রাস্তার পাশের এক মদের দোকান থেকে তখন মদ কিনছিল। মহিলাকে দেখেই তারা কটূক্তি শুরু করে। স্থানীয় যুবক কিষাণ লালের চোখ এড়ায়নি এই ঘটনা। তিনি প্রতিবাদ করতেই বন্ধুদের সঙ্গে নিয়ে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত পুলিশকর্মী। প্রথমে বচসা শুরু হলে পড়ে তা হাতাহাতিতে গড়ায়। কিছুক্ষণের মধ্যেই কিষাণ লালকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত পুলিশকর্মী। এই প্রসঙ্গে পুলিশের মুখাত্র জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পুলিশকর্মী-সহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় দায়ের হয়েছে অভিযোগ।