কানপুর, ২৮ এপ্রিলঃ রাস্তায় বসে নমাজ (Namaz) পড়ার অভিযোগে কয়েক হাজার মুসলিমদের বিরুদ্ধে থানায় দায়ের হল এফআইআর (FIR)। ঈদের দিন রাস্তায় নসে নমাজ পড়ার জেরে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) কানপুর পুলিশ ১,৭০০ মুসলিমের বিরুদ্ধে তিনটি থানায় দায়ের করেছে এফআইআর।
মুসলিমদের বিরুদ্ধে এই এফআইআর প্রসঙ্গে কানপুরের এক সাব ইন্সপেক্টর বলেন, ঈদের আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল ঈদের দিন প্রত্যেক মুসলিম যেন মসজিদে গিয়ে নমাজ পড়েন। কিন্তু বহু মুসলিম প্রশাসনের সেই নির্দেশ অমান্য করে রাস্তায় বসেই নমাজ পড়েছেন। একাধিক ধারায় ওই ১,৭০০ জন মুসলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কানপুরের পাশাপাশি আলিগড়েও একই চিত্র দেখা গিয়েছে। রাস্তায় নমাজ পড়ার অভিযোগে বহু মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। প্রশাসনের নির্দেশ অমান্য করে ঈদের দিন এবং তার আগের দিন রাস্তায় বসে নমাজ পড়েছেন বহু মুসলিম। রাস্তার সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর।