নয়াদিল্লিঃ বন্ধুর (Friend) বোনের (Sister) সঙ্গে সম্পর্ক। এটাই ছিল 'অপরাধ।' এর জেরে নৃশংসভাবে খুন হতে হল যুবককে। খুন করে মণ্ডু কেটে ফেলে দেওয়ার হল জঙ্গলের ধারে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঋষিকেশ। বয়স ২২। বাড়ি কানপুরের চাকেরিতে। বিগত কয়েকদিন ধরে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁর দাদা। তদন্তে নেমে উত্তরপ্রদেশের মহারাজপুর এলাকা থেকে উদ্ধার হয় ঋষিকেশের মুণ্ডুহীন দেহ। এরপরই গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, পবন মাল্লাহ নামে এক বন্ধুর বোনের সঙে সম্পর্কে জড়ান ঋষিকেশ। এই সম্পর্কের কথা জেনে ফেলে বন্ধু পবন। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে ফেলে পবন।
কানপুরে নৃশংসভাবে খুন যুবক
গত ২৯ সন্ধ্যায় ষিকেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিখিল এবং মোগলি নামের দুই যুবক। গণেশ পুজোর প্যান্ডেলে যাওয়ার নাম করে তাঁকে ডাকা হয়। প্যান্ডেলের কাছেই অপেক্ষা করছিল আর ৬ জন। এরপর ঋষিকেশকে নিয়ে সোজা কানপুর শহরের বাইরে কাকোরি জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশি জেরায় তারা জানায়, যাতে ঋষিকেশের দেহ চেনা না যায় তাই ণ্ড কেটে তা অন্যত্র ফেলা হয়। এরপর দেহ টুকরো করে জামমাউ সেতুর কাছে ফেলা হয়।
বন্ধুর বোনের সঙ্গে প্রেম করার পরিণতি, উদ্ধার যুবকের গলা কাটা দেহ
UP Man Beheaded, Dismembered For Relationship With Friend's Sister https://t.co/9F8I4thKWE pic.twitter.com/EnIpKvSQzn
— NDTV (@ndtv) September 1, 2025