Arrested (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দেওরিয়ার এক ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন যে আইপিএস হওয়ার বদলে তাঁকে জেলে যেতে হল। আর্থিক অনটনের কারণে গোপালগঞ্জের এক নাবালক শিশুকে অপহরণ করেছে এই যুবক। ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ তদন্ত করে যুবককে হাতেনাতে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে অপহৃত শিশুটিকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জের এসপি অবধেশ দীক্ষিত জানান, উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা অমিত কুমার ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি আইপিএস হতে চেয়েছিলেন। কিন্তু আইপিএস প্রস্তুতির জন্য অর্থের অভাব ছিল। টাকার যোগাড় করতে অমিত কুমার তাঁর ভাইকে নিয়ে গোপালগঞ্জের ফুলওয়ারিয়ার মাঝিরওয়া কালার এক নাবালক শিশুকে অপহরণ করে। ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।