নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়া (Social Media) রিলসে (Reels) দেবতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। পুলিশের (Police) কাছে অভিযোগ জমা পড়তেই নাবালিকাকে ডিটেনশন হোমে পাঠাল পুলিশ। গ্রেফতার করা হল নাবালিকার বাবা-মাকে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। গত ২৭ অক্টোবর একটি রিলস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই তরুণী। ওই রিলসে হিন্দু দেবতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় তাকে। এই রিলস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। একাধিক হিন্দু সংগঠন নাবালিকা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে,পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে নাবালিকা। পুলিশের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতে ওই নাবালিকাকে ক্ষমা চাইতে শোনা গিয়েছে। ওই ভিডিয়োতে নাবালিকাকে ভিডিয়োতে বলতে শোনা যায়, "ভিডিয়োটি বানিয়ে আমি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি। আমি আর কখনও এমন ভুল করব না। ভিডিয়োটি ভাইরাল না করার জন্য আমি অনুরোধ করছি।"
হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার মুসলিম নাবালিকা
‘इस्लामी संगठनों का समर्थन मिलेगा, फॉलोअर्स बढेंगे’
आसिफ ने मुस्लिम लड़की को हिंदू देवी-देवताओं के खिलाफ पोस्ट करने के लिए भड़काया, UP में अम्मी-अब्बू के खिलाफ भी केसhttps://t.co/uoROxv4X4Q
— ऑपइंडिया (@OpIndia_in) November 4, 2025