নয়াদিল্লিঃ এবার সাইবার প্রতারকদের ফোন পেলেন ইনফোসিস (Infosys) কর্তা নারায়ণ মূর্তির (Narayan Murthy)স্ত্রী সাংসদ সুধা মূর্তি(MP Sudha Murthy)। ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে বেঙ্গালুরুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন সাংসদ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
সাংসদ সুধা মূর্তিকে সাইবার প্রতারকদের ফোন
জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর একটি অজানা মোবাইল নম্বর থেকে সুধা মূর্তির কাছে একটি ফোন আসে। মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে টেলি যোগাযোগ দফতরের কর্মী বলে পরিচয় দেন। প্রথমে সাংসদকে বলা হয়, তাঁর মোবাইলের সঙ্গে আধার নথি সংযুক্ত নেই। পরে বলা হয় সুধা মূর্তির কিছু আপত্তিকর ভিডিয়ো চারদিকে ছড়িয়ে পড়েছে। এভাবে নানা কায়দায় সাংসদকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। তবে তাঁদের ফাঁদে পা দেননি তিনি। সোজা পুলিশের দ্বারস্থ হন। বেঙ্গালুরুর সাইবার থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুধা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তের নাগাল পাওয়া যায়নি।
'আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ছে' সাইবার প্রতারকদের ফোন পেলেন খোদ সাংসদ সুধা মূর্তি
#SudhaMurthy files FIR: Unknown caller threatens with obscene videos; probe under wayhttps://t.co/wu1ODWPg8U
— The Times Of India (@timesofindia) September 22, 2025