নয়াদিল্লি: মেটাভার্স (Metaverse)-এ যুক্তরাজ্যের (United Kingdom) এক ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণ (Gangraped)-এর অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের পুলিশ প্রথমবার এই ধরনের অভিযোগ তদন্ত করছে ৷ দ্য নিউ ইয়র্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলতে গিয়ে মেয়েটির অবতার (তাঁর ডিজিটাল চরিত্র) মেটাভার্সে অপরিচিত ব্যক্তিদের দ্বারা গণধর্ষণ হয়। এরপর সে বিচলিত হয়ে পড়েছে। আরও পড়ুন: Meta: ভারতে নভেম্বরে ৭১ লক্ষের বেশি Whatsapp অ্যাকাউন্ট নিষিদ্ধ করল মেটা
প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরীটি একটি গেম খেলতে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরেছিল, তখন তাঁকে একদল পুরুষ ভার্চুয়ালি গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। যদিও তরুণী কোনও শারীরিক আঘাত হয়নি, কিন্তু তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তব জগতে ধর্ষিত ব্যক্তির মতো একই মানসিক ট্রমা ভোগ করেছেন ওই তরুণী। তবে এই ঘটনার সময় কিশোরী অনলাইনে কী গেম খেলছিল তা এখনও স্পষ্ট নয়।