Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ছেলেবেলা (Childhood) থেকে একই পাড়ায় বড় হয়ে ওঠা দু'জনে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু(Close Friends) দুই পরিবারের মধ্যেও ছিল ঘনিষ্ঠতা। দুই বন্ধু মিলে রবিবার পার্কে বেরাতে গিয়েই বিপত্তি কোনও বিষয় নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধলে একে অপরকে ছুরি দিয়ে আঘাত মৃত্যু দুই বন্ধুতরবিবার রাতে ঘটনাটি ঘটেছে শ্চিম দিল্লির তিলক নগরের একটি পার্কে তদের নাম সন্দীপ এবং আরিফ দিল্লির বি-ব্লকের বাসিন্দা তাঁরা দু'জনেই বিবাহিত এমনকী দু'জনেরই সন্তান রয়েছে সন্দীপ জমি-বাড়ি-সম্পত্তির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আগে জিমে প্রশিক্ষক হিসেবে কাজও করতেন।

রাজধানীর বুকে জোড়া খুন, প্রাণ গেল দুই বন্ধুর, শুরু তদন্ত

রবিবার বন্ধু আরিফের সঙ্গে তিলক নগরের একটি পার্কে গিয়েছিলেন। সেখানেই দু'জনের মধ্যে বচসার সূত্রপাত বচসা চরমে পৌঁছলে একে অপরকে ছুরি দিয়ে আঘাত করেন তাঁরা ছুরির আঘাতে দু'জনেরই মৃত্যু হয় ইতিমধ্যেই মৃতদেহগুলি দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

 বচসার জেরে একে অপরকে খুন দুই 'প্রাণের' বন্ধুর