ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাথার চুল (Hair) অর্ধেক কামানো। রাস্তায় (Road)চলছে হামাগুড়ি দিয়ে চলেছেন দুই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল (Viral)হয়েছে এমনই একটি ভিডিয়ো। যাকে ঘিরে রীতিমতো তোলপাড় নেটপাড়া। জানা গিয়েছে, ঘটনাটি ওড়িশার গঞ্জাব জেলার। গোরু চোর সন্দেহে ওই দুই দলিত ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেশে ফের দলিত নিগ্রহের ঘটনায় সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

দেশে ফের দলিত নিগ্রহের ঘটনা, গ্রেফতার ৬

জানা গিয়েছে, গত রবিবার এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ধারকোট থানার অন্তর্গত খারিগুম্মা এলাকার জাহাদারে। ঘটনাটি জানাজানি হয় সোমবার। পুলিশ সূত্রে খবর, তিনটি গোরু নিয়ে সিঙ্গিপুরে যাচ্ছিলেন বাবুলাল নায়ক এবং বুলু নায়ক নামে ওই দুই ব্যক্তি। দু'জনেই দলিত সম্প্রদায়ের। তাঁদের রাস্তায় থামায় হরিপুর এলাকার বাসিন্দারা। গোরু চোর সন্দেহে তাঁদের উপর অত্যাচার চালানো হয়। ৩০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় মাথার চুল কেটে। ঘাস মুখে হামাগুড়ি দিতে বাধ্য করা হয় তাঁদের। পরে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে পুলিশের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত দুই ব্যক্তিকে এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি শাসিত ওড়িশায় দলিত নিগ্রহের ঘটনার কড়া সমালোচনা করেছে কংগ্রেস। এই ঘটনাকে 'সংবিধানের উপির আক্রমণ' বলে উল্লেখ করেছেন রাহুল গান্ধী।

মাথার অর্ধেক চুল কামানো, মুখে ঘাস নিয়ে হামাগুড়ি, গোরু চোর সন্দেহে ২ দলিত ব্যক্তিকে চরম শাস্তি, গ্রেফতার ৬