প্রতীকী ছবি(Photo Credit :PTI)

ভোপাল, ২৫ সেপ্টেম্বর: প্রকাশ্যে শৌচকর্ম করার অপরাধে দুটি দলিত বাচ্চাকে পিটিয়ে খুনের অভিযোগ। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার একটি গ্রামে। মৃতরা হল রোশানি ও অবিনাশ। জানা গিয়েছে, সকালে পঞ্চায়েত অফিসের কাছে শৌচকর্ম সারছিল ওই দুই খুদে। বিষয়টি হাকিম যাদব ও রামেশ্বর যাদবের নজরে আসে। প্রথমেই তারা দুই খুদেকে বেধড়ক মারধর করে, মারের চোটে বছর ১২-র রোশানি ও বছর দশেকের অবিনাশ মাটিতে লুটিয়ে পড়ে। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। স্থানীয়রা তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই অভিযুক্তদের খোঁজখবর করতেই জানা যায়, কুকর্মটি করেছে হাকিম ও রামেশ্বর যাদব।

তদন্তে নেমে শিবপুরি থানার পুলিশ দুই মক্কেলকেই গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জেরায় একজনের দাবি, ঈশ্বরের ইচ্ছেতেই সে পিশাচদের মেরেছে। এরপরই ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা-সহ, উপজাতি উপরে হামলার অভিযোগে মামল দায়ের হয়েছে। সুয়োমোটো মামলা রুজু করে কাজ শুরু করেছে পুলিশ। আরও পড়ুন-বেপরোয়া বাইকের ধাক্কায় অটো ক্ষতিগ্রস্ত, প্রতিবাদ করায় তিন ছাত্রের মারধরে মৃত্যু চালকের

এই প্রসঙ্গে থানার দায়িত্বে থাকা পুলিশ কর্তা আরএস ধাক্কর জানিয়েছেন, দুই দলিত শিশু খোলা জায়গায় শৌচকর্ম করছিল। এই দেখেই হাকিও রামেশ্বর যাদব তাদের দিকে তেড়ে যায়। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে দুজনকেই লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এর জেরেই ওই শিশুদের মৃত্যু হয়েছে। পরে মারধরের কারণ জানতে চাইলে একজনের দাবি, ঈশ্বর মারতে বলেছিল বলেই তারা একাজ করেছে। গোটা গটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ধৃত দুজনের উপযুক্তা শাস্তির দাবিতে ক্ষোভে ফুটছে এলাকাবাসী।