Mangaluru Violence (Photo Credits: X)

ম্যাঙ্গালুরু, ১০ জুনঃ  রবিবার সন্ধ্যায় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুতে রক্তারক্তি কাণ্ড বাধল। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর তৃতীয়বার সরকার গঠনের শপথ গ্রহণ (Narendra Modi Swearing-In Ceremony) অনুষ্ঠান ঘিরে ম্যাঙ্গালুরুর (Mangaluru) বিজেপি গ্রামীণ সংস্থা একটি বিজয় মিছিল বের করে। আর সেখানে দুই বিজেপি (BJP) কর্মীর উপর ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আরও এক কর্মীকে মারধর করা হয়েছে বলেও খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বিজয় মিছিল নিয়ে চেলুর থেকে বলিয়ার হয়ে ধর্মনগর পর্যন্ত গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। পথে একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময়ে তিনজন বিজেপি সমর্থক উস্কানিমূলক স্লোগান দেয় বলে অভিযোগ। যা শুনে ২০-২৫ জন মুসলিম যুবক বাইক করে তাঁদের পিছু নেয়। মসজিদ থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি পানশালার সামনে মিছিল থামতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ওই মুসলিম যুবকদের বচসা বাধে। দুই পক্ষের মধ্যে বাদবিতণ্ডার সুর ক্রমশ চড়তে থাকে। রাস্তার মাঝে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সময়ে ছুরি দিয়ে দুজন বিজেপি কর্মীর উপর হামলা চালনো হয় বলে অভিযোগ।

দেখুন রবিবার রাতের অশান্তির দৃশ্য... 

ঘটনার নিন্দা করে কংগ্রেস শাসিত কর্ণাটকের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি। এও মনে করা হচ্ছে, এই ধরণের ঘটনা আগামী দিনে নাগরিক সুরক্ষার পরিবেশকে নষ্ট করবে। তাই রাজ্যবাসীর সুরক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য শক্তিশালী শাসন ও নিরাপত্তা ব্যবস্থা দ্রুত গ্রহণ করা জরুরি।