Mamata Banerjee And TMC Flig (File Photo)

কলকাতা, ১৪ মে: শনিবার আচমকা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর (Chief Minister Of Tripura) পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব (Biplab Deb)। আর এ নিয়ে বিপ্লব দেব ও বিজেপিকে (BJP) তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের তরফে টুইটে লেখা হয়েছে, "হাজার হাজার ত্রিপুরাবাসীকে পরিষেবা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীকে গুডবাই ও শুভ পরিত্রাণ! যথেষ্ট ক্ষতি হয়েছে, এতটাই যে বিজেপির শীর্ষ কর্তারাও তাঁর অক্ষমতায় বিরক্ত ছিলেন। রাজ্যে তৃণমূল যা অর্জন করেছে তাতে বিজেপির লোকেরা খুব বিচলিত বলে মনে হচ্ছে। পরিবর্তন অনিবার্য।"

শনিবার দুপুরে আমচকাই ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্যর কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র দেন বিপ্লব দেব। যদিও জল্পনাটা দীর্ঘদিন ধরেই ছিলই। ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের কাজে দলের অন্দরেই ক্ষোভ ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেলাগাম, বেঁফাস বিপ্লবের বিরুদ্ধে ক্ষোভও জমা পড়ছিল একের পর এক। কিন্তু অমিত শাহ, জেপি নাড্ডারা চুপই ছিলেন। ত্রিপুরা ভোটের বছরখানেক আগে মুখ্যমন্ত্রী পদ থেকে অবশেষে সরানো হল বিপ্লব দেবকে। গুজরাত, উত্তরাখণ্ডের মডেলে ভোটের আগে মুখ্যমন্ত্রীদের সরিয়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাড়তেই বিপ্লবকে সরানো হল মনে করা হচ্ছে। আরও পড়ুন: Kerala: ৩০ বছর ধরে ছাত্রীদের শ্লীলতাহানি, গ্রেফতার সিপিএম কাউন্সিলর

জোর জল্পনা বর্তমান উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মাকেই বিপ্লবের উত্তরসূরি হিসেবে বেছে নিতে পারে দল। তবে একটা অংশের ধারণা ২০২৩ বিধানসভা ভোটের কথা মাথায় দলীয় বিধায়কদের কাছে জনপ্রিয় মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি। মানিক সাহা বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। তবে যিষ্ণুর পক্ষে যাচ্ছে জনজাতি ভোটের ফ্যাক্টর। আগামী সপ্তাহের মধ্যেই ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী বেছে ফেলবে বিজেপি এমনটাই খবর।