নয়াদিল্লিঃ ওয়েটিং লিস্টে (Waiting List)নাম থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। এবার রিসারভেশন (Reservation) নিয়ে বড় সিদ্ধান্ত রেলের(Indian Railways)। ৪ ঘণ্টা নয় এবার ৮ ঘণ্টা আগেই মিলবে রিজার্ভেশন চার্ট এমনটাই সিদ্ধান্ত রেলের। এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনের সময় দুপুর ২ টো তার রিজার্ভেশন চার্ট তৈরির প্রস্তুতি শুরু হবে আগের দিন রাত ৯ টা থেকে। যাতে শেষ মুহূর্তে রিজার্ভেশন না হলে বিপাকে পড়তে না হয় যাত্রীদের, যাতে তাঁরা বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। যাত্রীদের কথা মাথাই রেখেই এই সিদ্ধান্ত বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ওয়েটিং লিস্টে নাম থাকলেও আর চিন্তা নেই, যাত্রীদের জন্য সুখবর!
তবে শুধু রিজার্ভেশন চার্টই নয়, তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও আসছে নতুন কিছু নিয়ম। মোবাইল থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার নম্বর যাচাই করা হবে বলে সূত্রের খবর। আগামী ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন বাধ্যতামূলক বলে জানা গিয়েছে। তৎকাল বুকিংয়ে জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত রেলের
Good News for Passengers! Indian Railways To Make Passenger Reservation System Multilingual With Focus on Passenger Convenience and Smart Ticketing#IndianRailways #PassengerReservationSystem #TicketBooking #TicketBooking #ReservationChart
— LatestLY (@latestly) June 30, 2025