কলকাতা: বিরোধী রাজনৈতিক দলগুলিকে সন্তুষ্ট করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভাবমূর্তি (image) খারাপ (malign) করতে চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্যই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (TMC spox Kunal Ghosh)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে আক্রমণ করে তিনি বলেন, "বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের একমাত্র টার্গেট হল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে বিজেপি (BJP), সিপিএম (CPI-M) ও কংগ্রেস (Congress)-সহ সমস্ত বিরোধীদের সন্তুষ্ট করতে চাইছেন তিনি। নিজের চেয়ারের অপব্যবহার করে রাজনৈতিক কর্মীর (political cadre) মতো আচরণ করছেন। যদি এটা সত্যি হয়, তাহলে তাঁর উচিত নিজের চেয়ার ছেড়ে সোজাসুজি রাজনীতিতে যোগ দেওয়া। এই সমস্ত কথা বলার জন্য আমার বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা নেওয়া হয় তাহলে তার মুখোমুখি হতে আমি তৈরি আছি।"
"Justice Gangopadhyay's single-point target is #AbhishekBanerjee. He is trying to malign his image to satisfy entire Oppn, including #BJP, CPI-M & #Congress & misusing his chair & behaving like a political cadre. If that is so, he should quit his chair & join politics directly.… pic.twitter.com/lR8TuzknER
— IANS (@ians_india) April 13, 2023