কলকাতাঃ পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) ৫৫ দিন অতিক্রান্ত। এখনও অধরা হামলাকারীরা। কীভাবে নিরাপত্তার জাল ভেদ করে ভারতে ঢুকে এই হামলা চালাল সন্ত্রাসীরা (Terrorist)? শুধু তাই নয়, কাশ্মীরের বুকে এত বড় হামলা চালিয়ে কোথায় গা ঢাকা দিল তারা? কতটা এগোল পহেলগাঁও জঙ্গি হামলার তদন্ত? এবার মোদী সরকারের দিকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সরকারের কাছে মোট পাঁচটি প্রশ্ন রেখেছেন তিনি।
পহেলগাঁও ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে পঞ্চবাণে বিঁধলেন অভিষেক
অভিষেকের প্রশ্ন, "কীভাবে সীমান্তে অনুপ্রবেশের সুযোগ পেল সন্ত্রাসীরা? এই জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? যদি এই গোটা ঘটনা গোয়েন্দা ব্যর্থতার জন্য হয়ে থাকে তাহলে গোয়েন্দা ব্যুরো প্রধানের মেয়াদ এক বছরের জন্য কেন বাড়ানো হল? জবাবদিহি তো দূর তাঁকে কেন পুরস্কৃত করা হল?" এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের আরও প্রশ্ন , "পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা জীবিত না মৃত? সেই তথ্য কেন দিচ্ছে না কেন্দ্র? কবে এই নীরবতা ভাঙবে কেন্দ্রীয় সরকার?" ভারত-পাক সংঘাত চলাকালীন বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু কেন সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতির এই দাবির জবাব দেয়নি? তারও উত্তর চেয়েছেন অভিষেক।
পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
It has been over 55 DAYS since the PAHALGAM terror attack. It is deeply concerning that in a democracy neither the mainstream media, members of the opposition, nor the judiciary has stepped forward to raise these five critical questions before the Government of India. However, as…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 16, 2025