রাম নবমীর মিছিলে হাঁটলেন কুণাল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ এবার কলকাতার(Kolkata) রাস্তায় রাম নবমীর(Ram Navami 2025) মিছিলে যোগ দিলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। রবিবার দুপুরে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রাম নবমীর মিছিলে যোগ দেন তিনি। এদিন পিং রঙা পাগড়ি পরে ও গলায় ওড়না ঝুলিয়ে মিছিলে পা মেলাতে দেখা যায় তৃণমূল নেতাকে। এই মিছিলে যোগ দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও। এদিন কুণালের গলার শোনা যায় সম্প্রীতির বার্তা। মিছিলে হাঁটতে হাঁটতে তিনি বলেন, 'হিন্দু মুসলিম ভাই ভাই।'

রাম নবমীতে সম্প্রীতির বার্তা ছড়ালেন কুণাল ঘোষ

প্রসঙ্গত, আজ, রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। সেই উপলক্ষেই দিনভর বাংলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা রয়েছে। রাস্তায় নেমেছেন বহু মানুষ। এমনই এক শোভাজাত্রায় অংশ নেন কুণাল। মিছিলে পা মেলাতে মেলাতে সংবাদমাধ্যমকে কুণাল বলেন, "এটা সম্প্রীতির শোভাযাত্রা। আমরা যেমন মুসলমানদের প্রধান উৎসব পবিত্র ইদে সামিল হয়েছি। তাঁরাও রাম নবমীর শোভাযাত্রায় হাঁটছেন। এটাই বাংলা। এটাকেই বলে বেঙ্গল মডেল। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।" সবশেষে রাজ্যবাসীকে রাম নবমীর শুভেচ্ছা জানান কুণাল। উল্লেখ্য, এদিন উত্তর কলকাতার এই মিছিলে রামের গান বাজতে শোনা যায়। এ ছাড়া বাজানো হয় ঢাক। রাম-সীতা-হনুমান সেজে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।

সংখ্যালঘুদের নিয়ে রাম নবমীর মিছিলে হাঁটলেন কুণাল ঘোষ, দিলেন সম্প্রীতির বার্তা