Helicopter Service in Kedarnath (Photo Credit: X@ANI)

নয়াদিল্লিঃ চার ধাম যাত্রায় (Char Dham Yatra) একের পর এক হেলিকপ্টার (Helicopter) বিভ্রাট। বিগত কয়েক মাসে প্রায় চার থেকে পাঁচবার দুর্ঘটনার খবর মিলেছে। গত ৭ মে গুপ্তকাশীতে দুর্ঘটনার কবলে পড়ে কেদারনাথগামী হেলিকপ্টার। আচমকা 'ক্র্যাশ ল্যান্ডিং' কওরে হেলিকপ্টারটি। একের পর এক এই ধরনের দুর্ঘটনার জেরে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর এরপরই নড়েচড়ে বসেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। আপাতত উত্তরাখণ্ডের কেস্ট্রেল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিমেট-এর লাইসেন্স বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।

চার ধাম যাত্রায় দুর্ঘটনা, এবার হেলিকপ্টার পরিষেবায় নিয়ন্ত্রণ আনল নিয়ন্ত্রক সংস্থা

সেই সঙ্গেই সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, চার ধাম যাত্রায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে। সোমবার এই সংস্থার তরফে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়। গত শনিবার উত্তরাখণ্ডের বাদাসু অঞ্চলে রাস্তায় 'ক্র্যাশ ল্যান্ডিং' করে কেস্ট্রেল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টার। কেদারনাথের তীর্থযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল এই হেলিকপ্টারটি। এই ঘটনার পরই কেস্ট্রেল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় ডিজিসিএ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয় নিয়ন্ত্রক সংস্থার তরফে। এরপরই উত্তরাখণ্ড জুড়ে যত শাটল পরিষেবা এবং চার্টার হেলিকপ্টার রয়েছে তার অপারেটরদের সতর্ক করা হয়েছে ডিজিসিএর তরফে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ, এমনটাই জানানো হয়েছে তাদের তরফে।

চার ধাম যাত্রায় একের পর এক হেলিকপ্টার বিভ্রাট, লাইসেন্স বাতিল পরিষেবা প্রদানকারী সংস্থার