Viral Video: জমে আছে বাড়ির কাজ, তাই বাধ্য হয়ে স্কুটিতেই পড়াশোনায় ব্যস্ত ছাত্র (দেখুন ভিডিও)
Photo Credit_Instagram

শৈশবে বিদ্যালয় থেকে প্রচুর বাড়ির কাজ করতে দেওয়ার চল ছিল, এখনো সেই সব দিন মনে করলে পিলে চমকে ওঠে সবার। অনেকে বাড়ির কাজ না হওয়ার ভয়ে বিদ্যালয়েই অনুপস্থিত হয়ে যেত।  তখন শিক্ষকের শাস্তির ভয় এতটাই বেশি ছিল যে অনেকেই নিশ্চয়ই ট্রেনে, স্কুল বাসে, রিকশাতেও বাড়ির কাজ করেছে। কিন্তু স্কুটিতে করে স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক করার এমনই একটি ভিডিও ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হয়েছে।যেখানে মায়ের সঙ্গে স্কুটিতে করে যাওয়ার সময় একছাত্র মন দিয়ে তাঁর বিদ্যালয়ের কাজ করে যাচ্ছে। আর তাঁর পাশ দিয়ে যেতে যেতে সেই ঘটনার ভিডিও করেছেন এক ব্যক্তি।