Jammu & Kashmir: বাড়িতেই জঙ্গিহানা, সস্ত্রীক হত কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অফিসার ফৈয়জ আহমেদ
প্রতীকী ছবি(Photo Credit: ANI)

পুলওয়ামা, ২৮ জুন: একের পর এক জঙ্গি হামলার কবলে ভূস্বর্গ৷ ২২ জুন জঙ্গির গুলিতে কাশ্মীর পুলিশের মৃত্যুর পর ২৬ জুন রাতে শ্রীনগরের বায়ুসেনা স্টেশনে ড্রোন নিয়ে হামলা চালায়৷ ২৪ ঘম্টা কাটতে না কাটতেই রবিবার মধ্যরাতে পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত হলেন স্পেশ্যালশ অফিসার ফৈয়জ আহমেদ (Fayaz Ahmad) ও তাঁর স্ত্রী৷ রবিবার মধ্যরাতে জঙ্গিদের একটি দল পুলওয়ামায় ওই স্পেশ্যাল অফিসারের বাড়িতে হানা দিয়ে এলেপাথাড়ি গুলি চালায়৷ এই ঘটনায় ফৈয়জ আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্তা৷ তড়িঘড়ি মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে্যরত চিকিৎসকরা জানান ফৈয়জ আহমেদের স্ত্রীও মৃত৷ আরও পড়ুন-Rajasthan: কেভিড ঢেউ কাটিয়ে পুনরায় খুলল আজমেঢ় শরীফ দরগাহ (দেখুন ছবি)

মৃত পুলিশকর্তার মেয়ে এখন চিকিৎসাধীনে রয়েছেন৷ এক টুইট বার্তায় কাশ্মীর পুলিশ এই হামলার খবর জানিয়েছে৷ ইতিমধ্যেই পুলওয়ামায় মৃত স্পেশ্যাল অফিসারের বাড়ি লাগোয়া এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি৷