নয়াদিল্লি: সমকামী বিবাহে (Same sex marriage) অনুমোদন না দিতে আগেই সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) হলফনামা জমা দিয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর বিভিন্ন হিন্দু ও সুন্নি মুসলিম সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে একই আবেদন জানিয়ে হলফনামা জমা দেওয়া হয়েছিল।
এবার সুপ্রিম কোর্টে সমকামী বিবাহের বিরোধিতা (opposes) করে আবেদন জমা দিয়েছে শিয়া মুসলিম সংগঠন তেলাঙ্গানা মারকাজি শিয়া উলেমা কাউন্সিল (Telangana Markazi Shia Ulema Council)। এই আবেদন জানানোর পাশাপাশি তাড়াতাড়ি এই মামলাটির নিষ্পত্তিরও আবেদন করেছে। এপ্রসঙ্গে তাদের মন্তব্য, এই ধরনের বিয়ের ক্ষেত্রে সন্তানরা পুরষ ও মহিলাদের কাছে বোঝায় পরিণত হবে। তাদের বড় হয়ে ওঠার পদ্ধতি জটিল হয়ে পড়বে। সমকামী বিবাহ ভারতের কাছে বহুজাগতিক ধারণা (alien concept) মতো। আরও পড়ুন: Alliance Air Cancels 4 Flights: হায়দরাবাদে বিমান বিভ্রাট, সমস্যায় যাত্রীরা
#BREAKING Telangana Markazi Shia Ulema Council opposes same sex marriage in #SupremeCourtOfIndia .. seeks to implead in the pending case. Says children raised by such couples lag behind the ones brought up man and woman. Calls same sex marriage as an alien concept to India pic.twitter.com/gyAhft7J0i
— Bar & Bench (@barandbench) April 10, 2023