হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে এয়ালেন্স এয়ারের ৪ টি বিমান বাতিল হওয়ার কারনে এয়ারপোর্টেই দাড়িয়ে থাকল বেশ কয়েকটি বিমান।
যাত্রীরা যারা তিরুপতি, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া যাওয়ার অপেক্ষায় ছিলেন বিমান বাতিল হওয়ার জেরে সমস্যায় পড়েন তারা।
আগে থেকে তাদের এই বিষয় সম্পর্কে জানানো হয়নি বলে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। বিমান কতৃপক্ষ জানিয়েছে পরিচালনাগত কারনে এই ত্রুটি দেখা দিয়েছে। এবং প্যাসেঞ্জারদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে।
#Hyderabad: Dozens of passengers were stranded at Rajiv Gandhi International Airport on Monday after four flights of #AllianceAir were cancelled.
(Representational Image) pic.twitter.com/aDaYzRjiYy
— IANS (@ians_india) April 10, 2023