হায়দরাবাদ, ৬ মেঃ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করার জন্যে মরিয়া হয়ে থাকে বর্তমান যুব সমাজ। প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় একটু লাইক, একটু শেয়ার বেশি পাওয়ার তাগিদে। ইনস্টাগ্রামে রিল (Instagram Reel) বানানো তেমনই এক উন্মাদনা। রেললাইনের ধারে রিল বানাতে গিয়ে বেঘোরে প্রাণ হারাল নবম শ্রেণীর পড়ুয়া।
শুক্রবার হায়দরাবাদের (Hyderabad) সনথ নগর রেললাইনের ধারে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম রিল (Instagram Reels) বানাচ্ছিল মোহম্মদ সারফারজ। এমন সময়ে আচমকাই পিছন থেকে ট্রেন চলে আসে। বন্ধুরা ট্রেন দেখা মাত্রই সরে গেলেও টের পায়নি সারফারজ। ট্রেনের ধাক্কায় নিমেষে মৃত্যু হয় ১৬ বছরের যুবকের। সেদিনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
দেখুন সেই ভিডিয়ো...
A 16 year old boy named #Sarfaraz died on the spot after being hit by a train while recording an Instagram reel video at railway track Sanatnagar station. #Hyderabad pic.twitter.com/N9axC5psk5
— Iqbal Hussain⭐ اقبال حسین (@iqbalbroadcast) May 5, 2023
মৃত যুবকের বাবা জানান, শুক্রবার সকালে মসজিতে নমাজ পড়ার জন্যে গিয়েছিল ছেলে। কিন্তু সময়ে পেরিয়ে যাচ্ছে ছেলের দেখা নেই। বেশ অনেকক্ষণ পড়ে ছেলের দুই বন্ধু এসে জানায় রেললাইনের ধারে পড়ে রয়েছে সারফারজ।
ট্রেনের ধাক্কায় বেঘোরে মৃত্যু...
#Hyderabad:16-YO 9th class student Mohammad Sarfaraz, told his father that he was going for Friday prayers, hours later his friends informed the family that he is unconscious
Sarfaraz was hit by a train while shooting an Instagram reel on railway tracks in Sanat Nagar. Died. pic.twitter.com/R93GGGXA9b
— @Coreena Enet Suares (@CoreenaSuares2) May 5, 2023
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মৃতের বাবা-মা। রেললাইনের ধারে মৃত ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। দুর্ঘটনার একটি মামলা দায়ের করেছে পুলিশ।