রাতের অন্ধকারে এলাকায় ঢুকে পথকুকুরদের তাক করে চলল একের পর এক গুলি। তেলাঙ্গানার (Telangana) মাহাবুবনগর জেলার পোন্নাকাল গ্রামে চরম নৃশংসতার ছায়া। আগ্নেয়াস্ত্রে সজ্জিত অজ্ঞাত পরিচয়ের হামলাকারীদের হত্যাযজ্ঞে পাড়ার ২১টি পথকুকুরের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবে আহত হয়েছে আরও বেশ কিছু কুকুর।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, রাতের অন্ধকারে কয়েকজন যুবককে গাড়ি নিয়ে পাড়ায় ঢুকতে দেখেছিল অনেকেই। তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। তাই তাঁদের কাউকেই ঠিক মত সনাক্ত করা যায়নি। ঘটনার পিছনে তাঁদের হাত রয়েছে বলেই মনে করছ এলাকাবাসী। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। অস্ত্র আইন ( Arms Act) এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের (Prevention of Cruelty to Animals Act) অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
থমথমে এলাকা...
#WATCH | Telangana: Around 20-25 dogs found dead and several injured in Ponnakal village of Mahabubnagar district, today.
Adulapuram Goutham an activist of Stray Animal Foundation of India says, "According to the locals, after midnight, a few masked men came in the car and… pic.twitter.com/s1YFpKfFFN
— ANI (@ANI) February 17, 2024
জাতীয় সড়ক থেকে মাত্র ২ কিলোমিটার দূরে পোন্নাকাল গ্রামের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের তরফে মৃত কুকুরগুলোকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ওই গ্রামে এবং জাতীয় সড়কের পাশে সিসিটিভি ক্যামেরার অনুপস্থিতি তদন্তকে পুলিশের কাছে আরও জটিল করে তুলেছে। তবে শীঘ্রই ওই এলাকায় নজরদারি ক্যামেরা বসানোর পদক্ষেপ শুরু করেছে কর্তৃপক্ষ।
এমন কাণ্ড ঘটানোর পিছনে অভিযুক্তদের কী উদ্দেশ্য থাকতে পারে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া এলাকা থেকে আরও প্রমাণ সংগ্রহের জন্যে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গুলি করার পাশাপাশি কুকুদের বিষ পান করানোর তথ্যই পুলিশের হাতে এসেছে।