Tej Pratap Yadav | File Image | (Photo Credits: ANI)

পাটনা, ১৫ সেপ্টেম্বর: রাজনীতিতে তেমনভাবে জাঁকিয়ে বসতে পারেননি৷ ছোটভাই তেজস্বী যাদব ছক্কা মেরে বেরিয়ে গেছেন৷ এবার কর্মক্ষেত্রেও পিছু হটতে হল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপকে (Tej Pratap Yadav)৷ সবে সবে নতুন সংস্থা ইনসেন্স স্টিক (incense stick company) খুলে ব্যবসা শুরু করেছিলেন তিনি৷ আর সেখানে বড়সড় প্রতারণার শিকার হলেন মালিক তেজ প্রতাপ যাদব৷ তাঁর সংস্থার এক কর্মীই ৭১ হাজার ৬৫০ টাকা হাতিয়ে কেটে পড়ল৷ প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্রীকৃষ্ণপুরি থানায় অভিয়োগ দায়ের করেন তেজ প্রতাপ সিং৷

তাঁর অভিযোগ লালু রাবড়ি রাদাকৃষ্ণ ইনসেন্স স্টিক্সের মার্কেটিং হেড তাঁকে প্রতারিত করেছেন৷ অভিযুক্তের নাম আশীষ রঞ্জন৷ সে সংস্থা থেকে ৭১ হাজার ৬৫০ টাকা তুলে নিয়ে গায়েব হয়েছে৷ জানা গেছে, ওই টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা করার কথা ছিল৷ কিন্তু আশীষ রঞ্জন তা না করে, পুরো টাকাটাই নিজের অ্যাকাউন্টে জমা করেছে৷ কুকর্ম করার পরেই বাড়ি থেকে উধাও হয়ে গেছে ওই কর্মী৷ চলতি বছরের জুলাইতে বিহারের দানাপুরে ইনসেন্স স্টিকের কারাখানা চালু করেন তেজ প্রতাপ যাদব৷ আরও পড়ুন-Bihar: মেদি দিয়েছেন, ব্যাংকের ভুলে পাওয়া ৫.৫ লাখ টাকা ফেরাতে নারাজ গ্রাহক

এদিকে শ্রীকৃষ্ণ পুরি থানার পুলিশ কর্তা জানিয়েছেন, আমরা তেজ প্রতাপ যাদবের কাছে প্রতারণার অভিযোগ পেয়েছি৷ তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্ত খুব শিগগির ধরা পড়বে৷